Gunoboti.গুণবতী

হাতল-খলুই গল্প

পণ্যের নামঃ হাতল-খুলই

ঐতিহ্যের মুল পণ্যঃ হাত-খলুই

সংষ্করণঃ বাংলা ঐতিহ্যের অতি পরিচিত অনুষং, হাত-খলুই যা মুলত ব্যাবহার হতো মাছ ধরে রাখার জন্য। মাছ ধরার সুবিধার জন্য প্রচলিতভাবে এর হাতল হতো উপরে অনেকটা ইংরেজি অক্ষর, ‘ইউ’ এর মতন। এরফলে, পাত্রটি কোমরে বেধে নিয়ে মাছ ধরাটা বেশ সহজ হতো। একই পাত্রে মাছ ধরে নিয়ে গিয়ে গৃহকর্তৃকে দেয়া হলে, তিনি কেটেকুটে এটাতে করেই আবার মাছ ধুয়ে আনতেন, কারণ এতে মাছ ধোয়াটা বেশ সহজ। সহজে পরিষ্কার হয়।

শহুরে জীবনে মাছ ধরার সুযোগ না থাকায়, মুল উদ্দেশ্য, মাছ ধোয়াটাকে প্রাধান্য দিয়ে এবং শহুরে সংক্ষিপ্ত জীবনে রাখার সুবিধার কথা মাথায় রেখে হাতলের অবস্থান এবং আকারের সামান্য পরিবর্তন আনা হয়েছে।

কারণ প্রোডাক্ট ডেভেলপমেন্টে আমাদের মুল লক্ষ্য থাকে,

# উপযোগিতা এবং

# ঐতিহ্যের সংরক্ষণ।

আপনাদের আগ্রহের জন্য আন্তরিক ধন্যবাদ 🌺

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *