“রান্নাঘরের অনুষঙ্গ”
শহুরে জীবনে শেকড়ের সুর নিয়ে আসা আমাদের এই প্রোডাক্ট লাইনটা বেশ ভালো সাড়া পেলেও অনেকের মনেই আমরা সন্দেহের খোঁজ পেয়েছি। অনেকেরই ধারণা,
* বাঁশের পণ্য মেইনটেইন করা কঠিন।
* রোদে শুকানো লাগে।
* খুব যত্ন রাখা লাগে।
অনেকটা এসব এই ভুল ভয় সরাতেই এই ভিডিওটা শেয়ার করা। এই খুব সাধারণ ভয়গুলোর উত্তরে বলা যেতে পারে;
* দৈনিক ব্যাবহারের বাঁশের পণ্যের বিশেষ করে আলাদা যত্ন নেয়ার কিছুই নেই। তুলে রাখলেই বরং ফ্যাকড়া বেধে যাবে। যত ব্যাবহার হবে, তত ভালো থাকবে, চকচক করবে। কাজ সেরে যতটুকু যত্ন নিয়ে প্লাস্টিকের ঝুড়িটা ধুয়ে পরিষ্কার করা লাগে, ততটুকুতেই বাঁশের পণ্যেরও চলবে। বরং দৌড়াবে…
বাঁশের পণ্য ধুয়ে শুধু মাত্র পানি ঝরিয়ে নিলেই যথেষ্ট।
* আলাদা কোন যত্নের প্রয়োজন নেই।
* এই নশ্বর পৃথিবীতে, কিছু বেশিদিন টিকবে না। এখন কথা হলো, নষ্ট হওয়ার পর একজন সচেতন মানুষ হিসেবে,
‘আপনি কোন অপরাধবোধ ছাড়া ফেলে দিতে পারছেন তো?’…
শহুরেপনায়, আমরা আসলে এমন অনেক সত্যের ভেতরে আটকে যাচ্ছি, যেগুলো হয়তো কেবলই ‘ধারনা’; সত্য নয়।
শুভ জীবন